প্রকাশিত: Sat, Dec 16, 2023 11:57 PM
আপডেট: Thu, May 15, 2025 7:48 PM

[১]টঙ্গীতে জাতীয় পতাকা টানাতে গিয়ে ২ জনের মৃত্যু

হাসিব খান, গাজীপুর: [২] বিসিক এলাকায় আইএফএল লিমিটেড নামের নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের গেটের সামনে শনিবার সকালে এ ঘটনা ঘটে। 

[৩] নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল । 

[৪] নিহত আইনাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সঙ্গে বাস করতেন।

[৫] আই এফ এল আরের এক  নির্মাণ শ্রমিক মো. হারুন জানান, বিজয় দিবস উপলক্ষে  মূল ফটকের কাছে আয়নাল ও আশরাফুল রডের  সঙ্গে বেঁধে জাতীয় পতাকা টানাতে যান। এ সময় উপরে থাকা বিদ্যতের তারের সঙ্গে পতাকা বাধানো রড লেগে  দুজনই বিদ্যুৎ স্পর্শ  হয়ে পাশে ছিটকে পড়েন। 

[৬] অন্যান্য সহকর্মীরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

[৭] টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান